চট্টগ্রামের মিরসরাই উপজেলার দারুল উলুম মাদ্রাসা ও দারুল হুদা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব সম্প্রতি মালয়েশিয়ায সফরে যান। দারুল উলুম মাদরাসা মীরসরাই’র শিক্ষার্থী হাফেজ আব্দুর রহমান ও আব্দুল হামিদ এর পিতা মোঃ আমির আবদুস সালাম মাওলানা শোয়াইব কে সম্মাননা স্মারক প্রদান করেন।
সফরকালে তিনি বিভিন্ন স্থানে তাবলীগী মারকাজে বয়ান প্রদান করেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ার প্রবাসী ও স্থানীয় মুসলমানদের যৌথ উদ্যোগে নব প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব । অনুষ্ঠানে তাকে ফুলের তোরা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীরা তাকে নিয়মিতভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শনের অনুরোধ জানান। মাওলানা শোয়াইব প্রবাসীদের আন্তরিকতা, ভালোবাসা ও মেহমানদারিতে গভীরভাবে মুগ্ধ হন। তিনি বলেন,
“তাদের ইস্তেকবাল ও ভালোবাসা ভোলার নয়। আল্লাহ তায়ালা যেন তাদের এই খেদমতকে পরকালের নাজাতের উসিলা করেন, এবং আমাদের সবাইকে দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন—আমিন।”
মালয়েশিয়ায় অবস্থানকালে মাওলানা শোয়াইব বিভিন্ন শহরের প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ও করেন।


