আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। সোমবার মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট, সত্তর ভূঁইয়ার হাট, কাটাছড়া বাজারে গণসংযোগ শেষ করে উত্কাতর কাটাছড়া জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন করেন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের করনীয় নির্ধারনে কাটাছড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনদুর্ভোগ কমানোর প্রত্যয়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিপলেট নিয়ে তিনি জনগণের দুয়ারে দুয়ারে পৌছেন। ফলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “ দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আজ মানুষের সামনে ভোট দেয়ার ও যোগ্য প্রার্থী বাছাই করার সুযোগ এসেছে। জণগণ আমাদের কর্মকান্ডের খতিয়ানও সংগ্রহ করছে। অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নেই। দেশের জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও মৌলিক অধিকার ফিরে পেতে চায়। আমরা যদি ক্লিন থাকি, জনগণের আশা আকাংখা পূরণে তাদের সারথি হতে পারি, নিশ্চয়ই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।

তিনি আরও বলেন, “মিরসরাই হচ্ছে সম্ভাবনার জনপদ। আওয়ামী ফ্যাসিবাদের আমলে বছরের পর বছর উন্নয়ন বঞ্চনার শিকার এই অঞ্চল। বিএনপি ক্ষমতায় এলে এ উপজেলাকে একটি আধুনিক ও শিল্প বান্ধব মিরসরাইয়ে গড়ে তুলবেন।
মিরসরাইয়ের কাটাছড়ায় জিয়া স্মৃতি সংসদের ইউনিয়ন আঞ্চলিক শাখা উদ্বোধন করেছেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) উত্তর কাটাছড়া বাজারে জিয়া স্মৃতি সংসদের এ অফিস উদ্বোধন করেন তিনি।
৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মিরসরাই উপজেলা শাখার সহ সভাপতি মোশাররফ হোসেন সোহাগ এর সঞ্চালনায় জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত আকবর সোহাগ। এছাড়া ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

