বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

“ আজ থেকে আমার গ্রুপ বিলুপ্ত, এখন আমরা ধানের শীষের সৈনিক” — নুরুল আমিন চেয়ারম্যান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

“আজ থেকে মিরসরাইয়ে চেয়ারম্যান গ্রুপের বিলুপ্তি ঘোষণা করছি। বিএনপির চেয়ারম্যান নামে আর কোনো গ্রুপ থাকবে না। আজ থেকে আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষের কর্মী।”

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

তিনি বলেন, “আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল—কিন্তু আজ থেকে তা নেই। সকল মান-অভিমান ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিরসরাইয়ের আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেব।”

নুরুল আমিন আরও বলেন, “১৮ সালেও দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদের নির্বাচন করতে দেয়নি। আল্লাহর দরবারে শুকরিয়া, আবার সুযোগ দিয়েছেন। যদি আমার মাধ্যমে জনগণের কল্যাণ হয়, আল্লাহ যেন আমাকে বিজয় দান করেন। না হলে যেন বিজয় না দেন।”

তিনি দোয়া প্রার্থনা করে বলেন, “আমি যেন মিরসরাইকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত নিরাপদ মিরসরাই গড়তে পারি। প্রতিপক্ষ আমাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। কেউ যেন সোশ্যাল মিডিয়ায় কারো সম্মানহানি না করে।”

জাতীয় নির্বাচন পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সতর্ক বার্তা দিয়ে নুরুল আমিন বলেন,
“এখন থেকেই মানুষের মন জয় করতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ আসবে, তার দলীয় পদ থাকবে না। জনগণের সেবা করতে হবে, তাহলেই নেতৃত্বের যোগ্যতা অর্জন হবে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা জাতির বিবেক। নিরপেক্ষভাবে সত্য তুলে ধরুন, কারো পক্ষাবলম্বন নয়। অপরাধী যেই হোক, আইনের হাতে তুলে দিন।”

পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আপনারা সজাগ থাকলে সমাজে অপরাধ কমবে। আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবো।”

মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন,
“মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। দলের কেউ জড়িত থাকলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।”

তার এমন ঘোষণা ও বক্তব্যে সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক সিদ্ধান্তে নুরুল আমিন চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে আমাদের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে এসেছে। এখন শুধু বিজয়ের অপেক্ষা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান, চট্টগ্রাম জিয়া স্মৃতি ফাউন্ডেশনের আহবায়ক লায়ন তাহের আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এরপর নুরুল আমিন চেয়ারম্যান বারইয়ারহাট পৌরসভায় আরেকটি পথসভায় বক্তব্য রাখেন। সেখানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...