বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নুরুল কবির এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. আনোয়ার উল্লাহ আল মামুন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলা উদ্দিন সিকদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজ সময় এসেছে খুনিদের বিচারের আওতায় নিয়ে আসার। ইনশাআল্লাহ, সকল খুনের বদলা নেওয়া হবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইউসুফ বিন আবু বকর, মীরসরাই উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, যুব বিভাগের সভাপতি মো. লোকমান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম টিটু, এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি সাকিব হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

