বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি মাইনুদ্দিন রায়হান এবং সঞ্চালনা করেন অফিস সম্পাদক তানভীর হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক গালিব বিন ইমামী, ছাত্র আন্দোলন সম্পাদক ইমাম হোসেন, এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, মীরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন এবং মীরসরাই শহর আদর্শ থানা শাখার সভাপতি শরীফ সিদ্দিকীসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

