চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বিপুল দাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন–আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। গায়ের জোরে ভোট দেয়ার যুগ শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন–গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে যেন কোনো বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও অশালীন আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন–যে কেউ সাংবাদিকদের টার্গেট করলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমি সে আন্দোলনে সাংবাদিকদের পাশে থাকবো।
সভায় আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা সভাপতি মাস্টার নুরুল কবির,মীরসরাই পৌরসভা জামায়াতে ইসলামী সেক্রেটারী একরামুল হক,৪নং ওর্য়াড জামায়াতে ইসলামী সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের,দৈনিক লোককন্ঠ প্রতিনিধি কাজী তানযিম ইবনে মাইনুল, ব্ল্যাক আই সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক বাবলু দে ও ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল মান্নান রানা, তথ্যপ্রযুক্তি সম্পাদক জাবেদ হোসেন, সদস্য এমদাদ হোসেন, রবি করিমসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

