চট্টগ্রামের মিরসরাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। উৎসবটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী বড়ুয়াপাড়া এলাকায় একটি বিহারে গিয়ে ভিক্ষু ও উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ের পর ভিক্ষু ও ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন রাখেন নুরুল আমিন চেয়ারম্যান ।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা আমাদের ঐতিহ্য। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই চীবর দানোৎসব সেই মিলনমেলারই এক অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মুসা মিয়া চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা সাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার, যেখানে ভিক্ষুদের জন্য নতুন চীবর (বস্ত্র) দান করা হয়। এটি বর্ষাবাস শেষে পুণ্যলাভের অন্যতম উৎসব হিসেবেও পরিচিত।

