চুরি, ডাকাতি, ছিনতাই ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ ১০২টি ভারতীয় শাড়ি উদ্ধারসহ মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওসি হালিম জানান, পুলিশের একাধিক টিম রাতে থানা এলাকায় অভিযান চালায়।
এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০২ পিস ভারতীয় শাড়ি উদ্ধারসহ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকার দুই জনকে গ্রেফতার করেন। তারা হলেন—মোঃ জিয়াউদ্দিন বাবুল (৩০), পিতা-মৃত আব্দুস হালিম মধু, মোঃ রিয়াদ হোসেন (২৬), পিতা-আব্দুল মমিন।
অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে চুরি মামলার সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ রাব্বি (২০), মোঃ শহিদ (২০), ইমতিয়াজ (১৯), আশিকুর রহমান ওরফে রাপি (২০)।
এছাড়া, এসআই (নিঃ) হান্নান আল মামুন এর নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজন আসামী মোঃ খানসাব (৩৮) কে গ্রেফতার করা হয়।
ওসি এম. আবদুল হালিম বলেন,“আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশ সর্বদা সচেষ্ট। সমাজ থেকে মাদক, চুরি ও চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

