চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ০৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম এর নেতৃত্বে ১৮ ও ১৯ অক্টোবর ২০২৫ তারিখে থানা পুলিশের একাধিক দল পৃথক পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়,১৮ অক্টোবর দুপুর ০১টা ১৫ মিনিটের সময় এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৪৪ পুরিয়া গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেন।
তারা হলেন—১। ফখরুল ইসলাম (২০), পিতা-মৃত তালেব আলী, সাং-পূর্ব রাজনগর, ফাজিলপুর ইউপি, ফেনী সদর,২। তপন দাশ (৫০), পিতা-মৃত লক্ষ্মীকান্ত দাশ, সাং-জামালপুর, ২নং হিঙ্গুলী ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
এছাড়া ১৯ অক্টোবর রাত ০০টা ৩০ মিনিটের সময় এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন–মোঃ তারেক হোসেন (২৭), পিতা-মৃত সামসুদ্দিন, গ্রাম-মধ্যম সোনাপাহাড়, ৩নং জোরারগঞ্জ ইউপি, চট্টগ্রাম।উল্লেখ্য, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূর্বের একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে (মামলা নং-২৯/২৫)।
একই দিনে রাত ০০টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেন।
তারা হলেন—১। দূর্জয় দাশ (২০), পিতা-বরুন চন্দ্র দাশ,২। হৃদয় চন্দ্র দাশ (১৯), পিতা-মিন্টু চন্দ্র দাশ,উভয়ের বাড়ি দক্ষিণ কুসুমা (জেলে পাড়া), ৯নং শুভপুর ইউপি, ছাগলনাইয়া, ফেনী।
পরবর্তীতে একই রাতে ০১টা ৩৫ মিনিটে অভিযানে জোরারগঞ্জ থানার মামলা নং-৩, তাং-০৯/০৮/২০২৫, ধারা-৪৫৭/৩৮০ এর ঘটনায় জড়িত সন্দেহভাজন মোঃ শরীফ (২২), পিতা-মৃত আঃ মতিন, গ্রাম-উত্তর সোনাপাহাড়, জোরারগঞ্জ—কে গ্রেফতার করা হয়।
এছাড়া এএসআই (নিঃ) মোঃ সুজন মিয়া পরিচালিত অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী নুর আলম (মামলা নং-১৩, তাং-১৫/১১/২০১৪, ধারা-১৯(১)/৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন) গ্রেফতার হন।
এসআই (নিঃ) মোঃ মোস্তাকিম হোসাইন পরিচালিত অপর অভিযানে জোরারগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০৩/০৯/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর ঘটনায় জড়িত সন্দেহভাজন মোঃ সোহেল (২৮), পিতা-মোঃ হানিফ, গ্রাম-পরাগলপুর—কে গ্রেফতার করা হয়।
একই রাতে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় এসআই (নিঃ) হান্নান আল মামুন অভিযান পরিচালনা করে আজিজ আহাম্মদ প্রঃ ইশান (২৪), পিতা-মকছুদ আহাম্মদ, গ্রাম-মধ্যম জামালপুর, বারইয়ারহাট পৌরসভা—কে গ্রেফতার করেন।
ওসি এম. আবদুল হালিম জানান–থানার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

