চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ কর্তৃক চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধারসহ চোর, ডাকাত ও চোরাকারবারী মোট ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম এর নেতৃত্বে একাধিক টিম গতকাল রাতে পৃথক অভিযানে অংশ নেয়।
এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ ২০ অক্টোবর রাত ১২টা ২০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জিয়াউদ্দিন বাবুল (৩০) ও মোঃ রিয়াদ হোসেন (২৬)-কে ভারতীয় ১০২টি শাড়িসহ গ্রেফতার করেন। তারা ফেনী জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম ছাগলনাইয়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ একই রাতে পৃথক অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ ২০/১০/২০২৫, ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড-এর ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামী মোঃ রাব্বি (২০), মোঃ শহিদ (২০), ইমতিয়াজ (১৯) ও আশিকুর রহমান প্রভাষ রাপি (২০)-কে গ্রেফতার করেন।
এছাড়া, এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ রাত ১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ ২৬/০৯/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড-এর ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামী মোঃ খানসাব (৩৮)-কে আটক করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম।
তিনি বলেন–জোরারগঞ্জ থানা এলাকা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সকল অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

