চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ চোরাইকৃত একটি সোলার (VOLVO) ব্যাটারী উদ্ধারসহ চারজন চুরির সাথে জড়িত সন্দেহে আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, অদ্য (২০ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় জোরারগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় জোরারগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ-২০/১০/২০২৫, ধারা-৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ রাব্বি (২০), পিতা-মোঃ জামাল, মাতা-নুরজাহান,
২। মোঃ জাহিদুল ইসলাম (২০), পিতা-নুর মোহাম্মদ, মাতা-ছকিনা, উভয় গ্রাম-পূর্ব সোনাই, ১নং ওয়ার্ড, দাতমারা, বালুটিলা মোস্তফা সওদাগর বাড়ী, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম।
৩। ইমতিয়াজ (১৯), পিতা-মোঃ ইউসুফ, মাতা-বিবি খালেদা, গ্রাম-ছত্তরুয়া, ৪নং ওয়ার্ড, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম।
৪। আশিকুর রহমান প্রঃ রাপি (২০), পিতা-আমির হোসেন, মাতা-বিবি আছমা, গ্রাম-কয়লা ইসলামাবাদ, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম।
তাদের হেফাজত থেকে মামলার চোরাই যাওয়া একটি সোলার (VOLVO) ব্যাটারী উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আবদুল হালিম বলেন–গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন এলাকায় সুযোগ বুঝে চুরি সংঘটিত করতো। উদ্ধারকৃত ব্যাটারীটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকায় চুরি ও মাদক প্রতিরোধে জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

