চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগরে জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মীরসরাই সদরের মোজাম্মেল টাওয়ারের রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাবরিন তাহছিনা লিখিত বক্তব্যেও মাধ্যমে এই অভিযোগ করেন।
সাবরিন তাহছিনা জানান– ৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিকেল আনুমানিক ৪টার দিকে রেদোয়ানুল হক সোহাগ ও আজম খানসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার স্বামীর পৈত্রিক বসতভিটার জায়গায় জোরপূর্বক প্রবেশ করে। এসময় তারা সার্ভেয়ার এনে জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণের খুঁটি স্থাপন করেন। ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বিবাদীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। প্রাণের ভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে সাবরিন তাহছিনা আরো বলেন– পরবর্তীতে বিবাদীরা পুনরায় হুমকি দেয় যে, তিনি যদি এ বিষয়ে থানায় অভিযোগ করেন তবে তাকে যেকোন সময় হত্যা করা হবে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা থানায় লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেন। যার পরিপ্রেক্ষিতে তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তিনি অভিযোগ করেন–বিবাদীরা দীর্ঘদিন ধরে তার পরিবারের জমি দখলের ষড়যন্ত্র করে আসছে এবং আইনকে তোয়াক্কা না করে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজম খান বলেন–হুমকী ধমকী দেয়ার বিষয়টি সত্য নয়। আমরা শুধু মাত্র সার্ভেয়ার নিয়ে জায়গাটি পরিমাপ করতে গিয়েছি।
এবিষয়ে জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সুজন বলেন–৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। যেহেতু এটি দেওয়ানি বিষয় ভুক্তভোগীকে আদালতের শরাপন্ন হতে পরামর্শ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাবরিন তাহছিনার স্বামী কাজ্বী মোঃ জাকের হোসেন উপস্থিত ছিলেন ।
#

