চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, চুরি, মাদক ও প্রকাশ্য জুয়া মামলার ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৫) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী হলেন আলমগীর হোসেন (৩৩), পিতা-সরাফাত আলী, মাতা-মিলন আক্তার, সাং-লাডুচো (সৈয়দ আলী বাড়ি), ০১নং ওয়ার্ড, ০২নং শিদলাই ইউনিয়ন, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা।
চুরির মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ একরামুল হক (২৮), পিতা-মোঃ শামসুল আলম, মাতা-রাহেলা বেগম, সাং-পশ্চিম খৈয়াছড়া, ০১নং ওয়ার্ড, ১২নং খৈয়াছড়া ইউনিয়ন, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম।
মাদক মামলায় গ্রেফতার ৫ জন হলেন—১. কামরুল হাসান ওরফে বাপ্পি (৩৬), পিতা-জয়নাল আবেদীন, সাং-পশ্চিম মলিয়াইশ;২. নুর উদ্দিন ওরফে সেলিম (৪০), পিতা-এনামুল হক;৩. মঞ্জুরুল হক রানা (৩৪), পিতা-খোরশেদ আলম;৪. স্বপন কুমার দাস (৫০), পিতা-মনিন্দ্র কুমার দাস;৫. দেলোয়ার হোসেন (৫৮), পিতা-মৃত রুহুল আমিন।
তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, পিনযুক্ত ২টি গ্যাসলাইট, ৪টি ফয়েল পেপার খণ্ড ও ৫টি ওয়ান টাইম প্লাস্টিক গ্লাস।
এছাড়া প্রকাশ্য জুয়া আইনে গ্রেফতার করা হয়েছে আরও ৬ জনকে—১. শাহাদাত মামুন (৪৮),২. নুরুল ইসলাম মনাই (৫৫),৩. মোঃ রফিকুল ইসলাম (৫২),৪. আবুল কালাম (৪৮),৫. আবু তাহের (৬০),৬. বাচ্চু মিয়া (৫৬)।
ওসি আতিকুর রহমান বলেন–অপরাধ দমন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মীরসরাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

