চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মীরসরাইয়ের কৃতি সন্তান আফনান হাসান ইমরান। তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত “সম্প্রীতির শিক্ষার্থী জোট” প্যানেল থেকে প্রার্থী ছিলেন।
আফনান হাসান ইমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আইন ও ফাউন্ডেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজয়ের পর নিজ এলাকায় ফিরে এলে আজ ১৭ আগস্ট রোজ শুক্রবার তাকে উপজেলা জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন,মীরসরাই পৌর আমীর মাওলানা শিহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

