মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ, নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি এবং অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ফেরদৌস হোসেন। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব নাসির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি প্রধান শিক্ষক জনাব মোঃ মোমিন উদ্দিন, দশম শ্রেণির বেলি শাখার শ্রেণি শিক্ষক জনাব এমদাদ হোসেন রিগ্যান, অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহারাত আফরোজের পিতা জনাব মহি উদ্দিন বাবলু, ফারুকীয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব আবদুল মোতালেব এবং দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীকান্তের মা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন–শিক্ষার্থীরা যদি তাদের শিক্ষক ও পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, সম্মান ও আনুগত্য প্রদর্শন করে, তবে তারা ভবিষ্যতে অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে।” তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

