এইচএসসি ২০২৫ সালের ফলাফল প্রকাশিত হয়েছে। মিরসরাইয়ের বিভিন্ন কলেজে এবার দেখা গেছে মিশ্র চিত্র—কোথাও উজ্জ্বল সাফল্য, কোথাও আশঙ্কাজনক ব্যর্থতা।
বারইয়ারহাট ডিগ্রি কলেজ, মীরসরাই ডিগ্রী কলেজ এবং নিজামপুর সরকারি কলেজ-এ ভূমিধ্বস পাসের হার লক্ষ্য করা গেছে। এসব প্রতিষ্ঠানে পাসের হার মাত্র ২০%–২৫%, যা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—“বাকিদের ভবিষ্যৎ কোথায়?”
অন্যদিকে, কয়েকটি বেসরকারি কলেজের ফলাফল আশার আলো দেখাচ্ছে—
📘 প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ — ৯৩.৯৩%
📘 মহাজনহাট কলেজ — ৮৬.৪৭%
📘 মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ — ৫৬.৫৫%
📘 জোরারগঞ্জ মহিলা কলেজ — ৪৭.৮৩%
📘 নিজামপুর সরকারি কলেজ — ২৬.৮৮%
📘 বারইয়ারহাট ডিগ্রি কলেজ — ২৩.০৪%
📘 মিরসরাই ডিগ্রী কলেজ — ২১.৩৭%
এ ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছরগুলোতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে।

