মিরসরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি আইনশৃঙ্খলার অবনতির মূল কারণ হিসেবে মাদক, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়াকে চিহ্নিত করে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে শাহীদুল ইসলাম চৌধুরী লিখেন,
“আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ করবো— আপনারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। প্রয়োজনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিন। অপরাধী যে-ই হোক না কেন, তাকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের সহযোগিতা করবো। মিরসরাইয়ের জাতীয়তাবাদী মতাদর্শের মানুষ আপনাদের পাশে থাকবে, প্রয়োজনে রাতজেগে পাহারাও দেবে।”
তিনি আরও বলেন,
“এই পরিস্থিতির মূল শিকড় মাদক ও অনলাইন জুয়া। মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে, কিশোর গ্যাং কালচার কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। অনলাইন জুয়া ও বেটিং বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।”
নিজের “নিরাপদ মিরসরাই” ধারণাপত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন,“শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক কার্যকারিতা। এসবের সমন্বয়েই একটি ‘নিরাপদ মিরসরাই’ গড়ে তোলা সম্ভব।”
শেষে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিরসরাইকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

