ফেনীর সোনাগাজীতে অবৈধ চায়না দুয়ারি জালবিরোধী অভিযানে ১০টি জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত ১০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল হাসান, খামার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, আরডিএ মৎস্য ও বীজ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরা।
মৎস্য বিভাগ জানিয়েছে, প্রজনন মৌসুমে মাছ রক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

