৫২তম গ্রীষ্মকালীন আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতায় মীরসরাই উপজেলার প্রতিনিধিত্বকারী মারুফ মডেল উচ্চ বিদ্যালয় কাবাডিতে চাদগাঁও থানার আবদুল হামিদ সও. উচ্চ বিদ্যালয়ের সাথে ১৫-১৬ পয়েন্ট ব্যবধানে রানার্সআপ হয়েছে। বিদ্যালয় দীর্ঘদিন ধরে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে আসছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন–যেহেতু কাবাডিতে এটি আমাদের প্রথমবারের মতো ফাইনাল খেলা, তাই আমরা আগামীতে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করব। ছাত্রদের মনোবল ধরে রাখতে এবং ভালো খেলার জন্য তাদের উৎসাহিত করব।
ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিদ্যালয় ম্যানেজমেন্ট এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনেও তাদের সন্তানদের উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

