মীরসরাইয়ের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মারুফ মডেল উচ্চ বিদ্যালয় আবারও গৌরবের আলোয় আলোকিত। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডা. মোহাম্মদ আলী আশরাফ সিদ্দিকী ৪৮তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
২০১৩ সালের এসএসসি ব্যাচে এ+ প্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থী বিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পেয়েছেন। আজ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক নাজিম উদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
শিক্ষকরা তাঁর এই অনন্য অর্জনে গভীর আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের পথে তাঁকে সবধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন।
ডা. মোহাম্মদ আলী আশরাফ সিদ্দিকী মারুফ মডেল উচ্চ বিদ্যালয় পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর এই সাফল্য বর্তমান ও আগামীর শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদ্যালয় পরিবার তাঁর নিরন্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছে।

