মিরসরাইয়ে পরোয়ানাভূক্ত, মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার
গ্রেফতাররা হলো পরোয়ানাভ‚ক্ত আসামী মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘড়িয়া এলাকার জহির উদ্দিন ভূইয়া বাড়ির আবুল হাসেম ভূইয়ার ছেলে রেজাউল করিব সবুজ (৪৮), ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার আবু তাহের নতুন বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৪) ও একই বাড়ির মো. সেলিম উদ্দিনের স্ত্রী লাভলী আক্তার (২৫), মাদক কারবারী মো. শাহাদাত ও মো. ইলিয়াছ হোসেন এবং চোর সন্দেহে আবদুর রহমান।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জন পরোয়ানাভূক্ত, দুইজন মাদক ব্যবসায়ী ও একজনকে চোর সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

