বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার অন্তর্গত ১২নং খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টায় বড়তাকিয়া বাজারস্থ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি হাফেজ একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবির।
অতিথি হিসেবে উদ্বোধনী আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন এবং মিরসরাই পৌরসভা আমির মাওলানা শিহাব উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ সহ-সভাপতি মোশাররফ হোসেন,বিশিষ্ট সাংবাদিক সাইফ উল্যাহসহ ইউনিয়ন টিম ও ওয়ার্ড দায়িত্বশীল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নতুন কার্যালয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

