চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ঐতিহ্যবাহী ১নং ওয়ার্ডের ভোরের বাজার ও ৭নং ওয়ার্ডের পাত্তারপুকুর বাজারে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
বক্তব্যে তিনি বলেন–বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে, দেশের স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন—আমি মীরসরাইবাসীর আস্থা ও প্রত্যাশার প্রতিদান দিতে চাই উন্নত, সুশাসনভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মিঠানালা ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা আলা উদ্দিন, ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি কাজী সাইফুল ইসলাম, সেক্রেটারি কাজী সালাউদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সহ-সেক্রেটারি ফরহাদ হোসেনসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

