“মিরসরাইয়ে বিএনপিতে যোগ দিলো জামায়াতের দুই নেতা”
শীর্ষক একটি খবর আমাদের নজরে এসেছে।
মূলত অহিদুল ইসলাম এবং মোশারফ হোসেন ৫ই আগস্টের আগে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিএনপির রাজনীতি করার কারণে বিভিন্ন সময়ে তারা মামলাও খেয়েছেন। ৫ আগস্টের পরে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সাধারণ সদস্য হিসেবে কাজ শুরু করেন।
কিছুদিন পর লক্ষ্য করা যায়, তাদের কর্মকাণ্ড জামায়াতে ইসলামীর আদর্শের সাথে যায় না। এই পরিপ্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন সময়ে সাংগঠনিক আদর্শের কথা জানানো হলেও তারা ভিন্নভাবে সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার চেষ্টা চালান।
তারা কোনো ওয়ার্ড সভাপতি বা বায়তুল মাল সম্পাদক নন। বরং একটি দাওয়াতী ইউনিটে প্রাথমিক সদস্য হিসেবেই যুক্ত ছিলেন। উল্লেখ্য, ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামির সভাপতি হলেন শাফায়াত উল্লাহ এবং সেক্রেটারি মো. সোহেল।
আপনারা অবগত আছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে “নেতা” বলে কোনো শব্দ নেই; বরং “দায়িত্বশীল” হিসেবেই পরিচিতি থাকে।
কথিত দুই নেতা বিএনপি থেকেই এসেছিল, আবার বিএনপিতেই ফিরে গেছে। এতে তারা খুশি হতেই পারে।
— অধ্যাপক শফিকুল আলম সিকদার
অফিস সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরসরাই উপজেলা

