চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ত-স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল এবং মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
উত্তেজনাপূর্ণ লড়াই শেষে প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরসরাইয়ের মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আলমগীর হোসেন। 
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের মধ্যে— জনাব নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়
জনাব জামসেদ আলম, প্রধান শিক্ষক, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়
জনাব জিয়া উদ্দিন, প্রধান শিক্ষক, আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়
জনাব দিদারুল আলম, সিনিয়র শিক্ষক, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
জনাব হেলাল উদ্দিন, অভিভাবক সদস্য, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অসংখ্য দর্শকবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

