সৌদি আরবের জেদ্দায় মিরসরাই বাসির সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন মিরসরাই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান। সোমবার স্থানীয় সময় রাতে একটি অভিযাত হোটেলের লবিতে সৌদি আরব অবস্থানরত মিরসরাইবাসি স্বতস্ফুর্ত ভাবে সভায় অংশ নেন।

মিরসরাই এর কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান এর জেদ্দায় আগমন উপলক্ষে জেদ্দাস্থ মিরসরাইবাসী এ মতবিনিময় সভার আয়োজন করেন।

নুরুল আলম মুরাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে মিরসরাই এর শিক্ষাখাতে উন্নতি, কারিগরি শিক্ষার প্রসার, প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, সমাজে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, প্রবাসীদের বিভিন্ন খাতে সুবিধা প্রদান সহ মিরসরাই এর সার্বিক উন্নতিতে ভুমিকা পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী জাহেদুল ইসলাম, আই ডি বি কর্মকর্তা ফোরকান উদ্দিন, মনজুরুল মাওলা, হাজী বেলায়েত হোসেন, নুরুস সাফা, মোহাম্মদ সোহাগ, সাইফুল ইসলাম, রাশেদ, মাকসুদ, সেলিম, শাহাদাত, মিলন, শামীম, সলিম, রুবেল, টিটু, আশরাফ, আলমগীর, জুলফিকার, আজহার সহ আরো অনেকে।

