চট্টগ্রামের মিরসরাইয়ে “ভয়েস অব এডভোকেট সাইফুর রহমান”-এর উদ্যোগে “তারুণ্যের ভাবনা” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) মিরসরাই কলেজ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপাধ্যক্ষ নাছির উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন, মিরসরাই আদর্শ শহর থানা সভাপতি শরিফ সিদ্দিকী ও সেক্রেটারি মোহাম্মদ রাফসান, কলেজ শাখা সভাপতি ইসমাঈল হোসেন এবং সাধারণ সম্পাদক সাব্বির আল শাহাদাত।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এডভোকেট সাইফুর রহমান। তিনি আবেগভরে স্মৃতিচারণ করে বলেন, “এই কলেজই আমার শিক্ষাজীবনের সূতিকাগার, এখানেই আমি বেড়ে উঠেছি।” কলেজের প্রতিটি সমস্যার সমাধান করে এটিকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বাত্মক চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন— শিক্ষার্থীরা যেন নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে বিশ্বের অগ্রগতির সাথে টিকে থাকতে হলে তরুনরা জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে। সমাজ ও দেশের গর্ব হয়ে উঠতে পারে, সেদিকে বিশেষ মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ।