মীরসরাই উপজেলার স্বনামধন্য সামাজিক সেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘ’র দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
৩১ আগষ্ট আহবায়ক কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি-মঞ্জুর আলম ভূঁইয়া,সাধারণ সম্পাদক-খালেদ হোসাইন জাহিন কে মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৭ইং দ্বি-বার্ষিক নির্বাহী পরিষদ গঠিত হয়।
নির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম,সহ সভাপতি কামরুল ইসলাম নিজামী,সহ সভাপতি নাজমুল হোসেন,যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম সোহেল,যুগ্ন সম্পাদক তারিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিশান,অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক জোবাইদুল ইসলাম,শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন লিটন,দূর্যোগ মোকাবিলা বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম,দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম,পাঠাগার সম্পাদক রিয়াদ উদ্দিন রনি,ক্রীড়া সম্পাদক শাওম নিশাম,প্রচার সম্পাদক ফিরোজ খান,নির্বাহী সদস্য মফিজ উদ্দিন মিসু।
সংগঠনের সূচনালগ্ন থেকে অদম্য যুব সংঘ শিক্ষা,চিকিৎসা,সামাজিক প্রকৃতি ও পরিবেশ উন্নয়ন,ক্ষুধা ও দারিদ্র বিমোচন এর লক্ষ্যে উন্নয়নমুখী প্রশিক্ষণ,জনগণের জীবনযাত্রার মানউন্নয়ন,প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার পাশাপাশি সামাজিক নানামুখী উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে উক্ত নির্বাহী পরিষদ আরো সজাগ ও সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

