রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

“মিরসরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”

প্রকাশিত :

কাজী তানজিম ইবনে মাঈনুল

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্য নিয়ে দলটি প্রার্থীদের মধ্যে পরিচিতি ও মতবিনিময় সভার ধারাবাহিক আয়োজন করছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জাফরুল্লাহ নিজামীর যৌথ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা রিদওয়ানুল হক সঞ্চালনা করেন।

মাওলানা জাফরুল্লাহ নিজামী বলেন, “আগামী নির্বাচন ইসলামের পক্ষে বিজয় নিশ্চিত করতে এখন থেকে কাজ শুরু করতে হবে। যত দল, তত কাজ; অধিক সংখ্যক মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা ভাগ হয়ে দায়িত্ব পালন করছি। ভোটের সময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একসাথে কাজ করবো।” তিনি কর্মীদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক প্রচারণার অনুরোধও জানান।

অপরদিকে, এডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, “আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ ও আলোকিত মিরসরাই গড়তে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, মীরসরাই থানা সভাপতি মাওলানা রিদওয়ানুল হক, সেক্রেটারী মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মির্জা আরিফ মাইনুদ্দিন, এসিসটেন্ট সেক্রেটারি মাওঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, অর্থ সম্পাদক মাস্টার রফিকুল আলম, জোরারগঞ্জ থানার সভাপতি মাওঃ ওমর ফারুক, সহ সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি আহমদ হাসান জাবের ও জোরারগঞ্জ থানা ছাত্র আন্দোলনের সভাপতি শাহীন আহমেদ।

বাংলাদেশ খেলাফত মজলিস মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মুফতি রেজাউল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওঃ মফিজুল্লাহ, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ মিজানুর রহমান, বায়তুল মাল সম্পাদক মুফতি এমদাদুল হক, জোরারগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওঃ শাহজালাল, সদস্য মাওঃ নূরুল হুদা, ৭ নং কাটাছরা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক ইকবাল মাহদী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ইফতেখার মাহদী ও নাজিম উদ্দিন।

সভায় উভয় দলের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও পেশাজীবী অংশগ্রহণ করেন।

সর্বশেষ

চাইল্ড কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চাইল্ড কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে জামালপুর তালিমুল কুরআন একাডেমী মাদ্রাসায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন...

নবদিগন্ত মিরসরাই’ এর উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই-এর উদ্যোগে আয়োজন...

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর সহায়তায় ডুয়েটে পড়ার সুযোগ পেলো এক মেধাবী

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)– এ কমপিউটার সায়েন্স এ ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েও...

মিরসরাইয়ের ১০নং মিঠানালা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও টাকা লুট

  চট্টগ্রামের মিরসরাইয়ে দুদিনের ব্যবধানে আবারও প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর...

আরও পড়ুন

চাইল্ড কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চাইল্ড কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে জামালপুর তালিমুল কুরআন একাডেমী মাদ্রাসায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন...

নবদিগন্ত মিরসরাই’ এর উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই-এর উদ্যোগে আয়োজন...

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর সহায়তায় ডুয়েটে পড়ার সুযোগ পেলো এক মেধাবী

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)– এ কমপিউটার সায়েন্স এ ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েও...