চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী এলাকা থেকে ২১ মামলার আসামি ও কুখ্যাত ডাকাত সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) রাত ৮টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল দীর্ঘদিন ধরে খিলমুরারীর এলাকার সন্ত্রাসী হক সাব এর অন্যতম সহযোগী হিসেবে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিশেষ করে বিএসআরএম ফ্যাক্টরী এলাকায় সে প্রায়ই চুরিসহ নানা অপরাধে সক্রিয় ছিল।
জোরারগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) আবদুল হালিম বলেন—
“গ্রেফতারকৃত সাইদুল প্রকাশ ডাকাত সাইদুলের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজি ও মাদকের মামলা অন্তর্ভুক্ত। এছাড়া তার বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানাও আছে।” ডাকাত সাইদুল (৩২), জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খিলমুরারী (দোল্লাটিলা) এলাকার মৃত রসুল আহম্মদের পুত্র।
গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বেলাল হোসেন জানতে চাইলে বলেন—
“ডাকাত সাইদুল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।”