মিরসরাইয়ে মাদ্রাসা ছাত্র নাঈম হোসাইন জিসান হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে মাদ্রাসার ছুটির পর মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যানার নিয়ে মহাসড়কে মানববন্ধন করে। এসময় মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং মিরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সিএনজি অটোরিকশা চালকের গাফিলতির কারণে নিরপরাধ ছাত্র জিসান মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। এ ঘটনার দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা এসময় স্লোগান দেন— “জিসানের হত্যাকারীর ফাঁসি চাই”, “দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে”।
তারা আরো জানান, মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র জিসান ১৫ জুলাই মিরসরাই থানার পাশে সড়ক দুর্ঘটনায় আহত হয়। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অসহায় পরিবার অর্থিক সংকটের কারনে সঠিকভাবে চিকিৎসা করাতে পারেনি। সিএনজি অটোরিকশা আটক হলেও থানা থেকে নিয়ে যায়। এদিকে হাসপাতালে মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় একটু খোঁজ নিতে যায়নি সিএনজি মালিক।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে গভীর ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার কার্য সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।