মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আটটি সরকারি খাস ও সমিতিভুক্ত জলাশয়ে ৩১৬ কেজি রুই, কাতলা ও মৃগেল প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার এসব পোনা অবমুক্ত করেন।
অবমুক্ত জলাশয়গুলোর মধ্যে রয়েছে— উপজেলা পরিষদের দুটি পুকুর, বাওয়াছড়া লেক, মিঠাছড়া বাজারের পুকুর, হাইওয়ে থানার পুকুর, ফায়ার সার্ভিস পুকুর, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুর ও মহামায়া লেক।
প্রায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার সাইজের মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের পোনা মাছ অবমুক্ত করা হয়।
মিরসরাইয়ের সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক, সরকারি খাস ও নিবন্ধিত সমিতির জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।