শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

কখনো আপস করেননি খালেদা জিয়া: ডা. শাহাদাত

প্রকাশিত :

লোককন্ঠ ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বারবার জীবনের ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে থেকেছেন। তিনি কখনো আপস করেননি। জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, এমনকী জেল খেটেছেন, কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন থেকে একচুলও পিছিয়ে আসেননি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চকবাজারে ধুনীর পুল ফালাহ গাজী জামে মসজিদ ময়দানে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা যুবদলের দোয়া মাহফিল এবং অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি আন্দোলন সংগ্রামে খালদা জিয়া সাহসিকতার সাথে জনগণকে নেতৃত্ব দিয়েছেন। এরশাদবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কারণেই বিএনপি জনগণের আস্থা অর্জন করে ১৯৯১ সালে ক্ষমতায় আসে। বেগম খালেদা জিয়া সবসময় মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। গত ১৬ বছরে একমাত্র নেত্রী যাকে জোরপূর্বক জেলে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি যে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন, তা স্বাধীনতার পর থেকে অন্যতম সেরা শাসনামল হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০০৭ সালের ১/১১ এর সময় যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখন খালেদা জিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, দেশের মানুষকে ফেলে বিদেশে যাবো না। তার আপসহীন অবস্থানের কারণেই বিদেশি মহল চাপ সৃষ্টি করেও মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি। গত ১৬ বছর এত নির্যাতনের পরও খালেদা জিয়া দেশ ছাড়েননি কিন্তু স্বৈরশাসক হাসিনা ঠিকই পালিয়েছেন।’

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আবারও ক্ষমতায় এনে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন মিয়া, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম, মহানগর বিএনপি নেতা শাজাহান চৌধুরী, চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, খোরশেদ আলম, মো. আলী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জিয়াউল হক মিন্টু, জাহেদুল হক জাকু, মো. শাহজাহান, ইদ্রিস সবুজ প্রমুখ।

সর্বশেষ

A Galinha e o Ouro Domine o Chicken Road e Alcance o Ovo Dourado com um RTP Excepcional de 98%.

A Galinha e o Ouro: Domine o Chicken Road e Alcance o Ovo Dourado...

Joker Poker Power Poker Gioca gratis su CasinoHEX Italia

Alcune delle mie più grandi passioni sono la scrittura, lo sport e il gioco...

Spingrande Casino Vip Program: Unlock Elite Rewards & Perks

This recreation is played across five reels, providing 20 payline mixtures. Come and play...

Find The Solutions To Your Spin Casino Faqs

On the other hand, this model of free spins normally doesn’t come alone, usually...

আরও পড়ুন

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...