দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছিলো। নতুন প্রজন্ম জেগে উঠে তাদের তাড়িয়ে দেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলো। এখনো চ্যালেঞ্চ রয়েছে সামনে সজাগ থাকতে হবে সবাইকে। বিজয় হবে বীর মুক্তিযোদ্ধাদের কাংখিত স্বাধীনতার। পরাধীনতা আমরা আর মেনে নিবো না। মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মিরসরাই উপজেলা জামায়াতের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে এডভোকেট সাইফুর রহমান এসব কথা বলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের গণ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল ও মিরসরাই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, মিরসরাই থানা শাখার সভাপতি শরিফুল ইসলাম, খৈয়াছরা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ একরামুল হক, ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেন, শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা প্রমুখ।
সবশেষে মিরসরাই উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।

