মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
তিনি নারী অফিসার হলে-ও অপরাধ দমনে সাহসী ভুমিকা পালন করেছেন সাবেক কর্মস্থলে। এ কারনে সেখানকার মানুষ আরো কিছুদিন রাখার জন্য পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অনুরোধ জানান। কিন্তু নিয়ম অনুযায়ী তাকে বদলী হয়ে নতুন কর্মস্থলে দেশের জন্য কাজ করার দায়িত্ব পালন করতে হবে।
সাম্প্রতিক সময়ে চুরি ডাকাতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিক অবনতির ফলে মানুষ উদ্বিগ্ন থাকতেন। পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটিয়ে জনমনে স্বস্থি ফিরিয়ে আনার দাবিতে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে কিছুদিন আগে। এরমধ্যে শুরু হয়ে যায় পুলিশের মধ্যে রদবদল। মিরসরাই থানায় অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার এর স্থলে বদলী আসার কথা রয়েছে কক্সবাজার ঈদগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের।
জানাগেছে, ফরিদা ইয়াসমিন কক্সবাজার ঈদগাঁ থানায় দায়িত্ব পালন কালে মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার বদলী জনিত বিদায়ে মানুষ অশ্রুশিক্ত হয়ে তার ভালো তাজের প্রশংসা করছেন। সম্ভব হলে আরো কিছুদিন ঈদগাঁ থানায় রাখার জন্য পুলিশের উর্ধ্বতন পর্যায়ে অনুরোধ জানান।। তার বদলি আদেশকে কেন্দ্র করে ঈদগাঁও থানার মানুষ হতাশ হয়েছেন।
ঈদগাঁও থানায় দায়িত্ব পালনকালে ফরিদা ইয়াসমিন অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন করেন। বিশেষ করে ডাকাতি, অপহরণ ও ছিনতাই নিয়ন্ত্রণে তার পরিচালিত অভিযান স্থানীয়দের আস্থা অর্জন করে।
বদলি প্রসঙ্গে ফরিদা ইয়াসমিন ঈদগাঁ থানার স্থানীয় সাংবাদিকদের জানান, বদলি সরকারি চাকরির স্বাভাবিক নিয়ম। তিনি জনগণের সহযোগিতায় সর্বোচ্চ দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। যেখানে তিনি বদলী হয়ে যাবেন সেখানে মানুষের ভালোবাসা নিয়ে দেশের জন্য কাজ করবেন।
উল্লেখ্য, ফরিদা ইয়াসমিন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে আফ্রিকার মালি ও কঙ্গোতে দুই দফায় দায়িত্ব পালন করেছেন। মিশন শেষে তিনি ঈদগাঁও থানায় পদায়ন হন। ২০০৩ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিদর্শক পদে উন্নীত হন তিনি।
এর আগে ফরিদা ইয়াসমিন কক্সবাজার জেলার ঈদগাঁ থানায় প্রথম নারী ওসি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

