মীরসরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা এবং চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার ও ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
অভিযানের সময় বাজারের বিভিন্ন খাদ্য হোটেল ও দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তা দখল করে অবৈধ পার্কিংয়ের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান–অভিযানের সময় আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠান ভোক্তা অধিকার আইন ও সড়ক আইন মানছে না। বিশেষ করে খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে। এ কারণে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা এবং চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
তিনি আরও বলেন–জনস্বার্থে ও জনগণের নিরাপত্তার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ সময় মীরসরাই থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করে। স্থানীয় জনগণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রমের ফলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা নিরাপদ খাবার পাবেন।

