মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ছোট কমলদহ বাজার সংযোগ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিয়াজ উদ্দীন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং বাজার ইউনিটের ব্যবসায়ী নুর হোসেনের সার্বিক সহযোগিতায় এ কাজ সম্পন্ন হয়।
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিয়াজ উদ্দীন বলেন–স্থানীয় মানুষের চলাচল সহজ করার জন্য এই সড়ক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।
বাজার ইউনিটের ব্যবসায়ী নুর হোসেন বলেন–এখানে ব্যবসা ও চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে, যা এলাকার অর্থনীতিকেও সুবিধা দেবে।

