কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়াল চৌধুরী নেতা-কর্মীদের সাথে নিয়ে হাইতকান্দি ইউনিয়নের দমদমা, কমরআলী, ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া ও খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ায় লিফলেট বিতরণ করেন।
এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, ওয়াহেদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জাসাসের প্রচার সম্পাদক মোল্লা আফলাতুন চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য খানবাস, মোহাম্মদ লিটন, শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা নাজিম উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন,
“বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে যে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে, তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সাথেই সামঞ্জস্যপূর্ণ। এটি এখন সর্বজন স্বীকৃত। সেজন্যই এই লিফলেট সবার হাতে পৌঁছে দিচ্ছি। ধারাবাহিকভাবে উপজেলাজুড়ে এ কার্যক্রম চলবে। পাশাপাশি নিশ্চিন্তে, নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছি।”

