চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাদ আসর মিরসরাই পৌর সদরে মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনফুলের সামনে সমাবেশে মিলিত হয়।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সন্ত্রা’সী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিরসরাইয়ের তিন ছাত্রদল নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।
বহিষ্কৃতরা হলেন—
ইনজামামুল হক ইমন, সদস্য সচিব, মিরসরাই পৌরসভা ছাত্রদল
শামীম হোসেন, সিনিয়র সহ-সভাপতি, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদল
নাঈম সরকার, নেতা, কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল যৌথ স্বাক্ষরে জারি করা বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন—
আবদুল্লাহ আল নোমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল
সালমান হায়দার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল
মোবারক হোসেন স্বজন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল
শাহাদাত হোসেন ভুইয়া, যুগ্ম-আহ্বায়ক, মিরসরাই পৌরসভা ছাত্রদল
নাজিম সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, নিজামপুর কলেজ ছাত্রদল
মো. তৌফিকুল ইসলাম, সহ-সভাপতি, মিরসরাই কলেজ ছাত্রদল
সাকিব আল হাসান, সহ-সভাপতি, মিরসরাই কলেজ ছাত্রদল
আতিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক, মিরসরাই কলেজ ছাত্রদল
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের নেতাদের বহিষ্কার করা হয়েছে। তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান এবং দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

