চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে পারিবারিক কলহের জেরে তাসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে স্বামী ঘর থেকে বের হয়ে গেলে তাসলিমা ঘরের টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রায় ১০ মিনিট পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাসলিমা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের মো. হানিফের মেয়ে। তিন বছর আগে তার বিয়ে হয় জোরারগঞ্জের গোপিনাথপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে জিসান (২৩)-এর সাথে। দাম্পত্য জীবনে তাদের আরাফি (২) নামে এক ছেলে রয়েছে।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, “ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে।”

