সোমবার, ৩ নভেম্বর ২০২৫

“সফলতা শুধু পেশায় নয়, প্রকৃত সফলতা মানুষের হৃদয় জয় করায়”

“প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন”

প্রকাশিত :

সাদ বিন সাইফ

মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এমডিএম কামাল উদ্দিন চৌধুরী।

কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ আবচার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রভাষক শেখ ফরিদ ও আইসিটি বিভাগের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তেলাওয়াত করেন ইংরেজি বিভাগের প্রভাষক হাফেজ শরীফ উদ্দিন এবং বঙ্গানুবাদ পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক নাজিমুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য ডা. গিয়াস উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মেসকাত হোসেন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা শামসুন্নাহার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক ও আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল প্রমুখ।

এ সময় হোস্টেলের নতুন ভবন ও পুকুর উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং প্রাক-নির্বাচনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমডিএম কামাল উদ্দিন চৌধুরী বলেন—

“২০০০ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠান মিরসরাইয়ের শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানকার শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন স্থানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, পুলিশ ও নানা পেশায় কর্মরত হয়ে শুধু পরিবারকেই নয়, দেশেরও মুখ উজ্জ্বল করছে। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরা নিষ্ঠা ও মনোযোগের সাথে পড়াশোনা করবে, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে, দেশকে এগিয়ে নেবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে এবং আলোকিত বাংলাদেশ গড়ার সৈনিক হয়ে উঠবে।”

অধ্যক্ষ মুহাম্মাদ আবচার উদ্দিন তাঁর বক্তব্যে বলেন—

“তোমরা শিক্ষা অর্জনের মাধ্যমে শুধু নিজের নয়, পরিবার ও সমাজের স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে সবকিছুর আগে তোমরা মানুষ হবে—যেন তোমাদের দ্বারা কারো মনে কষ্ট না লাগে, কারো ক্ষতির কারণ না হও। মানুষের অভিশাপ কুড়াবে এমন কাজ কখনোই করবে না। বরং মানুষের উপকার করবে, সেবায় নিজেকে নিয়োজিত করবে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও অন্যের ক্ষতি করে নয়, বরং মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করবে। মনে রেখো, প্রকৃত সফলতা পেশার উচ্চতায় নয়, মানুষের হৃদয় জয় করার মধ্যেই নিহিত।”

পুরো অনুষ্ঠানজুড়ে অতিথিদের অনুপ্রেরণাদায়ী বক্তব্য, নবীনদের উচ্ছ্বাস এবং আনন্দঘন পরিবেশ কলেজ ক্যাম্পাসকে পরিণত করে এক উৎসবমুখর মিলনমেলায়।

সর্বশেষ

বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বিএনপি ঘোষিত ৩১ দফা- সরোয়ার

বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১...

নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ

মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট...

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে — নুরুল আমিন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ...

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন এবং আহত...

আরও পড়ুন

বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বিএনপি ঘোষিত ৩১ দফা- সরোয়ার

বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১...

নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ

মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট...

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে — নুরুল আমিন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ...