শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

আজ রাতে সাহেদ এর জানাজা

মিরসরাইয়ে ছুরিকাঘাতে নিহত সাহেদ এর পিতা এখনো অধরা

মেধাবী ছাত্র সাহেদ এর শোক এলাকার ঘরে ঘরে

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ের জেরে পিতার ছুরিকাঘাতে পুত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার শেখ আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার রাতে পারিবারিক কবরস্থানে সাহেদ (২৪) এর জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলছে। সাহেদ এর মৃত্যুর পর থেকে বাড়িতে চলছে শোকের মাতম। পুরো গ্রামে দেখা যায় শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাহেদ ছিলো সকলের কাছে বিনয়ী। এতো অল্প বয়সে সম্ভাবনাময় যুবক পিতার ছুরিকাঘাতে মৃত্যুর কারনে আজ জানাজা পড়তে হবে গ্রামবাসি মানতে পারছেনা।

নিহত যুবক মো. সাহেদ (২৪) চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (IIUC) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি দুই বোনের পর একমাত্র ভাই ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, নিহত সাহেদের বাবা নুরের জামান (৬০) দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই মাস আগে দেশে ফেরেন। গত ১১ আগস্ট ছোট মেয়ের বিয়ে দেন তিনি। কিন্তু আনন্দের এক মাস না যেতেই মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয়।

বুধবার সন্ধ্যায় প্রথম স্ত্রী কামরুন্নাহার জাহান বেগম দ্বিতীয় বিয়ের বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নুরের জামান তাকে মারধর শুরু করেন। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে ছেলে সাহেদকে ছুরিকাঘাত করেন তিনি। বুকে ছুরির আঘাত পেয়ে সাহেদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাঃ রাহাত বলেন, হাসপাতালে আনার আগেই সাহেদ (২৪) অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। আমরা কোন রকম চিকিৎসার সুযোগ পাইনি।

নিহতের মা কামরুন্নাহার জাহান বেগম বলেন,
“আমি আমার তিন ছেলে-মেয়েকে নিয়ে চট্টগ্রামে ভাড়া বাসায় থাকি। মঙ্গলবার রাতে শুনি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়িতে উঠেছে। বুধবার গ্রামে গিয়ে বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করলে সে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি ছুরি নিয়ে তেড়ে আসে। তখন আমার ছেলে মাকে রক্ষা করতে গেলে বাবার হাতে খুন হয়।”

সাহেদের খালা নুর জাহান বেগম জানান,
“আমার বোনের স্বামী দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসায় বুধবার বিকেলে আমরা এলাকাবাসীসহ তাদের বাড়িতে যাই। সেখানে নুরের জামান প্রথমে আমার বোনের মাথার চুল ধরে টান দেন। তখন সাহেদ মাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবাই ছুরি মেরে হত্যা করে। আমরা এই হত্যার সঠিক বিচার চাই।”

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত বলেন, নিহত সাহেদ কে পুলিশ নিয়ে আসে।
“হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।”

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,
“পারিবারিক কলহের জেরে পিতাপুত্রের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে বাবা ছুরিকাঘাত করলে ছেলে মারা যায়। নিহতকে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামী পলাতক রয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের বিভিন্ন রকম চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” আজ রাতে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে নিয়ে যাবে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নিহত সাহেদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে । প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে রাতেই গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

সর্বশেষ

A Galinha e o Ouro Domine o Chicken Road e Alcance o Ovo Dourado com um RTP Excepcional de 98%.

A Galinha e o Ouro: Domine o Chicken Road e Alcance o Ovo Dourado...

Joker Poker Power Poker Gioca gratis su CasinoHEX Italia

Alcune delle mie più grandi passioni sono la scrittura, lo sport e il gioco...

Spingrande Casino Vip Program: Unlock Elite Rewards & Perks

This recreation is played across five reels, providing 20 payline mixtures. Come and play...

Find The Solutions To Your Spin Casino Faqs

On the other hand, this model of free spins normally doesn’t come alone, usually...

আরও পড়ুন

Joker Poker Power Poker Gioca gratis su CasinoHEX Italia

Alcune delle mie più grandi passioni sono la scrittura, lo sport e il gioco...

Spingrande Casino Vip Program: Unlock Elite Rewards & Perks

This recreation is played across five reels, providing 20 payline mixtures. Come and play...

Find The Solutions To Your Spin Casino Faqs

On the other hand, this model of free spins normally doesn’t come alone, usually...