ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)– এ কমপিউটার সায়েন্স এ ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েও মিরসরাই উপজেলার এক মেধাবী তরুণ অর্থিক সীমাবদ্ধতার কারনে ভর্তি হতে পারছিল না। বিষয়টি নজরে আসে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর। তিনি অদম্য মেধাবীর খোঁজ নিয়ে তার ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দন।
রোববার সকালে নিজ কার্যালয়ে ডেকে ভর্তির যাবতীয় খরচ তার হাতে তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। উপজেলা নির্বাহী অফিসারের মানবিক সহায়তা পেয়ে দারিদ্র্যের অভিশাপে নিভে যাওয়া প্রদীপ জ্বলে উঠার মতো যুবক খুশিতে উচ্ছ্বসিত হন। লেখা পড়ার সর্বোচ্চ সুযোগ পেয়ে তার মা সন্তানের অবারিত ভবিষ্যতের স্বপ্ন পুরন হওয়ায় কৃতজ্ঞতা জানান।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার পর বিভিন্ন মহলে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর মানবিক কাজ ব্যাপক প্রশংসিত হয়েছে।
