মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র্যালিতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তাহের এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর শাখার অফিস সম্পাদক তানভির ফুয়াদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আশরাফ উদ্দীন। র্যালির সার্বিক সঞ্চালনায় ছিলেন সীতাকুণ্ড দক্ষিণ শাখার সেক্রেটারি আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উত্তর শাখার সভাপতি- আব্দুর রহমান, মধ্যম শাখার সভাপতি- বেলাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য সাইকেল র্যালিটি সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সীতাকুণ্ড উপজেলা সদর প্রদক্ষিণ করে উত্তর বাইপাস হয়ে পৌরসভা এলাকায় গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশপ্রেম, নৈতিকতা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

